দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি : ফেনীর দাগনভূঞায় একাদিক ডাকাতি মাললার ওয়ারেন্টভূক্ত এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ৩১ অক্টোবর এএসআই মানিকের সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের বৈরাগীরহাট বাজারে পুলিশ অভিযান চালিয়ে একাদিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ শাহ আলম (২৬) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী উপজেলার আলাইয়ারপুর গ্রামের পেয়ার আহাম্মদের ছেলে।
এএসআই মানিক জানান, আসামীর বিরুদ্ধে থানায় একাদিক ডাকাতির মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ মোঃ আসলাম সিকদার ধৃত আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
61 Views