রুহিয়া (ঠাকুরগাঁও) থেকে মকবূল হোসেন : আগামীকাল ১০ নভেম্বর (রবিবার) বাদ আসর হইতে রুহিয়া জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হবে।এ উপলক্ষে রুহিয় কেন্দ্রীয় জামে মসজিদে ব্যপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। সকল প্রস্তুতি সম্পন্ন ইতিপূর্বে শেষ হয়েছে। গেইট, তোরন,ও অত্যাধুনিক আলোকসজ্জা সহ, প্রস্তুত করা হয়েছে ওয়াজ মাহফিল, মিলাদ, ইসলামি গজল ও আলোচনার। ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া কেন্দ্রীয় জামে মসজিদ ঘুরে দেখাগেছে, হযরত মুহাম্মদ সাঃ এর জন্ম উৎসব তথা ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে এলাকায়, উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শিশু,কিশোর,বুদ্ধসহ সকল মানুষের মুখে আনন্দের ছাপ লক্ষ করা গেছে। বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা মাইকে সুরেলা কন্ঠে গজল গাইছে। কেউ আবার সুরের মুর্ছনায় নবীজীর দয়ার কথা ভেবে আনন্দ অশ্রæ ঝড়াচ্ছে। এব্যাপারে বয়ান করবেন, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, মাওলানা মোঃ মুঝারুল ইসলাম, ও উক্ত মসজিদের পেশ ইমাম মাওলানা মেঃ মকসেদ আলী। মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ তাহেরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান আমরা সকল ধর্মপ্রান মুসলমান ভাইদের নিয়ে প্রতি বছরের ন্যায় এবারোও ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন করা হচ্ছে।
রুহিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন
77 Views