
চুয়াডাঙ্গা জেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর আমন মৌসুমে ধানচষের লক্ষ্যমাত্রা নির্ধার করা হয়েছে ৩৮ হাজার ৪৩ হেক্টর জমি। উপজেলা ভিত্তিক তালিকায় দেখা যায়- চুয়াডাঙ্গা সদর উপজেলায় ধান চাষ হবে ৭ হাজার ৬২০ হেক্টর জমিতে। জীবননগর উপজেলায় ধান চাষ হবে ৭ হাজার ২২৫ হেক্টর জমিতে দামুড়হুদা উপজেলায় ধান চাষ হবে ১০ হাজার ১৫০ হেক্টর জমিতে
এবং আলমডাঙ্গা উপজেলায় ধান চাষ হবে ১৩ হাজার ৪৮ হেক্টর জমিতে।
দামুডহুদা উপজেলার কুড়ুলগাছি মাঠ পাড়া গ্রামের কৃষক জাকার উদ্দীন জানান, এবার তিনি ১০ বিঘা জমিতে ধানচাষ করেছিলাম। ধানের ফলনও খুব ভালো হয়েছিল। কিন্তু টানা বৃষ্টিতে তার সব ধান পড়ে পানিয়ে ডুবে গেছে। যেমন আশা করেছিলেন তেমন ফসল ঘরে
তুলতে পারবো না। বুইচিতলা গ্রামের সিরাজুল হোসেন বলেন, আমার দেড় বিঘা জমির সব ধান পড়ে পানিতে তলিয়ে গেছে। এই ধান চাষ দিয়েই আমার সংসার চলে। কিন্তু ভালো ফলন পাবো না বলে দুশ্চিন্তায় পড়েছি। সদাবরি গ্রামের কৃষক মসলেম উদ্দিন বলেন, ধান সব পেকে গেছে। দু-একদিনের মধ্যেই কাটা শুরু হবে। কিন্তু হঠাৎ এই বৃষ্টিতে বেশ ক্ষতি হয়ে গেল।
দামুডহুদা উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা বলেন, ‘উপজেলার অনেক মাঠের ধান পড়ে গেছে। এতে বেশি সমস্যা হবে না। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক থাকবে। ধান সব পাকা সুতরাং পানিতে পড়ে গেলেও তেমন ক্ষতি কৃষকদের হবে না।
37 Views