ফজলুর রহমান মুক্তা-বাঘা (রাজশাহী) : রাজশাহীর বাঘা উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার ১৯ সদস্য বিশিষ্ঠ কমিটির গঠন করা হয়েছে। কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে আমানুল হক আমান (যুগান্তর/সোনার দেশ), সাধারণ সম্পাদক লালন উদ্দীন সাধারণ সম্পাদক লালন উদ্দিন (কালেরকন্ঠ/সোনালী সংবাদ), সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান মুক্তা (দিনকাল/সংবাদ প্রতিক্ষণ)।
গতকাল শুক্রবার দুপুরে বাঘা প্রেস ক্লাবে আয়োজিত কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি আবুদল লতিফ মিঞা। সাধারণ সম্পাদক নুরুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি রফিক আলম। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক এসএইচএম তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন খান, জনকল্যান সম্পাদক আমিনুল ইসলাম। আয়োজিত সভায় সর্বস্মতিক্রমে পূর্বের ১৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।