সিলেটের দক্ষিণ সুরমা থেকে চার ছিনতাইকারীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। শুক্রবার তাদেরকে আদালতে হাজির করলে বিচারক জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
আটককৃতরা হলো- চট্টগ্রামের হালিশহর থানার রামপুরা পানিরকল এলাকার আল আমিন (৩২), মাদারীপুরের কালকিনী থানার রঞ্জনপুরের স্বপন হাওলাদার (৩৯), ব্রাহ্মনবাড়িয়ার সরাইল থানার নশিপুর গ্রামের মুক্তার (২৫) ও কিশোরগঞ্জ জেলার নিকলা থানার ছাতিরচর গ্রামের টিটু চৌধুরী (২৪)।তাদের কাছ থেকে নগদ ১ হাজার ৭৪০ টাকা ও ১১টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।