সুনামগঞ্জের ছাতকে প্রকাশ্যে জোয়া খেলার অপরাধে দুই জোয়ারীকে ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় পিরপুর বাজারের একটি দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের আবদুল আহাদের ছেলে আনা মিয়া ও গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের পিরপুর গ্রামের মৃত. কমর উদ্দিনের ছেলে শামীম। এ সময় সঙ্গে ছিলেন ছাতক থানার এএসআই দেবাশীষসহ পুলিশ সদস্যরা।
ছাতক থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ (শনিবার) দন্ড প্রাপ্তদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
208 Views