মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ছমিরন বেওয়া (৭০) নামে এক বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়। নিহত ছমিরন বেওয়া উপজেলার ভারশোঁ ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের মৃৃত কবুল্লি মন্ডলের স্ত্রী।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা থেকে ছমিরন বেওয়া নিখোঁজ ছিলেন। তিনি উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছিলেন। শনিবার দুপুরে প্রতিবেশি আলতাজ হোসেন প্রামানিকের পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
78 Views