
অভিযোগ থেকে জানাযায়, গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কথিত থানার সোর্স ইমরান অালী একদল যুবককে সাথে নিয়ে সংখ্যালগু পরিবারের সন্তান শ্রী কৃষ্ণদেবনাথ এর দোকানে যায়। সেখানে দোকান মালিক শ্রী কৃষ্ণদেবনাথ কে খোঁজাখুজি করে না পেয়ে, দোকানের কর্মচারীদের হুমকি দিয়ে বলেন তোর মালিক কে পেলে হাত পা ভেঙ্গে গুড়া করে রাজশাহী মেডিক্যালে পাঠিয়ে দিবো।
একপর্য্যায় দোকান থেকে এমরান ও তার সহযোগিদের সাথে করে নিয়ে দোকান মালিক শ্রী কৃষ্ণদেবনাথের বাসা পুর্বনুরমহল্লায়( অাজা মেম্বারের) পুকুর পারে যেয়ে তার মাকেও হুমকি দেয় বলে তার পরিবার জানান।
এদিকে এই ঘটরার পর থেকে তার পরিবার অাতংকিত হয়ে পরছে। তারা থানায় যেতেও ভয়পাচেছ যে, ইমরান পুলিশের সোর্স।
একপর্য্যায় দোকান থেকে এমরান ও তার সহযোগিদের সাথে করে নিয়ে দোকান মালিক শ্রী কৃষ্ণদেবনাথের বাসা পুর্বনুরমহল্লায়( অাজা মেম্বারের) পুকুর পারে যেয়ে তার মাকেও হুমকি দেয় বলে তার পরিবার জানান।
এদিকে এই ঘটরার পর থেকে তার পরিবার অাতংকিত হয়ে পরছে। তারা থানায় যেতেও ভয়পাচেছ যে, ইমরান পুলিশের সোর্স।
80 Views