সে একদিন আর এলো না
জাহাঙ্গীর বাবু
মনে রাখিস,একদিন আমিও..
সে একদিন আর এলো না,
অপেক্ষায় কাটলো লক্ষ, কোটি বছর।
ভালোবাসার অপেক্ষায়
কাটলো,বিশুদ্ধ ভালোবাসা।
নিশ্বাসের বিষে কালো অন্ধকার!
বিশ্বাসের অপেক্ষায় আজো।
শুদ্ধতার তালশে অশুদ্ধের তলানিতে
প্রতি কদমে,এরা,ওরা,আমি,আমরা।
নিজের সাথে নিজের বিশ্বাস ঘাতকতা
স্বপ্নের মাঝে অশুদ্ধ, যত নীল নকশা!
মানুষ দাবী করি নিজেরে!
আসলেই কি আমি ছাড়া সবাই মানুষ!
যারা আছে মানুষের অবয়বে
প্রেম,ভালোবাসা,স্নেহ,মায়া,মমতা র বন্ধনে।
সে একদিন আর এলো না,
অপেক্ষায় কাটলো লক্ষ, কোটি বছর।
ভেবেছিলাম মানুষ হবো।
সে একদিন আর এলোনা;মানুষ হতে পারিনি,
ওরা আমায় মানুষ হতে দিলোনা।
সে একদিন আর এলোনা।
মৃত্যু আমার দুয়ারে-এই এলো বলে,
জীবন ডায়রীর প্রতি শব্দে
অশুদ্ধতায় ভরপুর
পরকালের হিসাবে কি দেব জবাব
অনন্তকালের আযাবের নাজাত
তার হাতে
যিনি পাঠিয়েছিলেন মানুষ হিসাবে
জীবন কাটলো,মনুষত্ব্যহীন,অমানুষের কাতারে!
সে একদিন আর এলো না,
অপেক্ষায় কাটলো লক্ষ, কোটি বছর।
সে একদিনে অপেক্ষায় চলে যাবো
এই পৃথিবী ছেড়ে – তারপর,অতপরঃ
62 Views