মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপনের লক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন।
‘পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশরকালীন মাতৃত্ব রোধ করি’ এই প্রতিপাদ্য বিষয়টি নিয়ে পরিবার পরিকল্পনা কার্যালয় মান্দা এ অ্যাডভোকেসি সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হালিমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুহাম্মদ মশিউর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফম আছফানুল আরেফিন, ডা. মুশফিকুর রহমান ও ডা. মৌসুমী সরকার, পরিবার পরিকল্পনা পরিদর্শক শরীফ উদ্দিন আল আজাদ প্রমুখ।
17 Views